Breaking News
Home / CONTRIBUTORS / Rajesh Chandra Debnath :: রাজেশচন্দ্র দেবনাথ / সর্ণিমা ও আমার ছেঁড়া স্বপ্নের ছাই

সর্ণিমা ও আমার ছেঁড়া স্বপ্নের ছাই

ভালো হতে চাই না

মার চোখে আমি কীটনাশক

আর বাবার চোখে

শতাব্দীর অভিশাপ ।

 

মগজ আজ উদ্মাদ

বুকের নিলয়ে পরিয়ায়ী অগ্নিকুণ্ড ।

অকালপক্ক ভালবাসার ফুল

শরীর চেটে নিচ্ছে

বর্ষার অহংকার ।

 

জানো সর্ণিমা

তখন এম এ

ডান হাতে অফিসের ঝাড়ু

বাম হাতে রবীন্দ্র রচনাবলী

মনে প্রেমের বীজ

আর সারা দিনের উপোসি ঠোঁটে

বিট লবণের লিকার চা

 

আস্বাদ নেই

আমি তো জানি কপালে

ভগবানের রম্য হাসি

 

কোনো অভিযোগ নয়

আজ গাছের ডালে ডালে লেগে রয়েছে

আমার ছেঁড়া স্বপ্নের ছাই

 

সরনিমা তোমার শীত ঘুমে

আমার সহস্র কাঁপুনি চুমু

শরীর আর চেতনায়

ক্ষত আদিম বিষ দাঁতের

 

তখন আমি কবিতা,শব্দের ভরাট যুবক

একনায়কতন্ত্র সংসারে থু থু ছিটিয়েছি

অপবিত্র প্রতিটি সুখে ।

 

সরনিমা বিশ্ববিদ্যালয় করিডোরে

তখন তুমি এক টুকরো রোদ

 

সম্পর্কের অভিমানে আমি

বালিশের সহবাস

 

কেহ জানে না , কেহ জানবে না

আজো আমি পবিত্র অক্ষরে বুনি

সংবাদপত্রের ঘুশখুর মালিকের চোখ

 

আমি লেখক, আমি সম্পাদক, আমি ক্রোধ

ডিনারের শেষে রাত্রির

অসময়ের যন্ত্রণা

 

ওঁ শান্তি ! ওঁ শান্তি !

 

আজ রক্তে জাদুকরী মন্ত্র

নষ্ট গলির গল্প

আর গালে কিশোরীর নরম স্তন

 

সরনিমা তোমার শ্বাসাঘাত চুলে

জেগেছিল রাতের হাওয়া

নিশ্বাসে ছিল মুক্ত ছন্দ

 

ঝাঁপসা জ্যোৎস্নায় শ্মশানের চিতায়

ফাটছে আমার অস্থি

গলে পড়ছে দৃষ্টি

বিশ্বাস করো আমি বেঁচে আছি

হাঁ বেঁচে আছি

ছদ্মরঙ নিয়ে চাঁদ গলায়

ঝাপসা জলদাগ হয়ে বেঁচে আছি ।

 

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

3 comments

  1. Premer kabita. Biraher kabita.

  2. abhishek bhattacharjee

    Very fantastic poem…..

  3. dukkher kobita.valo laglo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *