Breaking News
Home / blog / চলচ্চিত্র কর্মী ও কলাকুশলীদের জন্য NGO সংগঠন আয়োজন করলো চক্ষুপরীক্ষা শিবির (আইক্যাম্প) ~ ১টি রিপোর্ট।আলোচনায় চলচ্চিত্র কর্মী আলপনা ব্যানার্জী ৷ i-সোসাইটি ৷ ৷৷ শান্তি ৷৷

চলচ্চিত্র কর্মী ও কলাকুশলীদের জন্য NGO সংগঠন আয়োজন করলো চক্ষুপরীক্ষা শিবির (আইক্যাম্প) ~ ১টি রিপোর্ট।আলোচনায় চলচ্চিত্র কর্মী আলপনা ব্যানার্জী ৷ i-সোসাইটি ৷ ৷৷ শান্তি ৷৷

চলচ্চিত্র কর্মী ও কলাকুশলীদের জন্য NGO সংগঠন আয়োজন করলো চক্ষুপরীক্ষা শিবির (আইক্যাম্প) ~ ১টি রিপোর্ট।আলোচনায় চলচ্চিত্র কর্মী আলপনা ব্যানার্জীচলচ্চিত্র কর্মী ও কলাকুশলীদের জন্য NGO সংগঠন আয়োজন করলো চক্ষুপরীক্ষা শিবির (আইক্যাম্প) ~ ১টি রিপোর্ট।আলোচনায় চলচ্চিত্র কর্মী আলপনা ব্যানার্জী ৷ i-সোসাইটি ৷ ৷৷ শান্তি ৷৷

————————————————————–

গত ১১ই মার্চ, ২০১৮তে আমাদের টলিপাড়ার সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টের ( www.cineteltrust.com )১৮ তম চক্ষু শিবির অনুষ্ঠিত হল।সকাল ৯ টায় ট্রাস্টের স্বেচ্ছা কর্মীরা নাম লেখানোর তোড়জোড় শুরু করে দিলেন। ফিল্ম ইনডাসট্রির প্রায় ২২ টি ক্রাফ্ট বা বিভাগের সিনে কর্মীরা ও তাদের পরিবার সক্রিয় যোগদান করেছিলেন। ভেনু ছিল টালিগঞ্জ ট্রামডিপোর কাছে ইন্দ্রপুরী স্টুডিওর উল্টো দিকে ৯ নং স্টুডিও কমপ্লেক্সের ভিতর। ওদিকে M P Birla Eye clinic এর ডাঃ ও নার্সরা রেডি ছিলেন চক্ষু পরীক্ষার জন্যে।এখানে বিনা খরচে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন করার ব্যবস্থা হয়।প্রত্যেক দিন বড় পর্দার সিনেমা বা ছোট পর্দার সিরিয়াল তৈরি হওয়ার কর্মকান্ডের পিছনে যে সিনে কর্মীদের অনেক অবদান আছে, একথা স্বীকার করতেই হয়। দর্শকরা যে বিনোদন সকাল- সন্ধায় টি ভির পর্দায় দেখে খুশি হন বা সময় কাটান, তার পিছনে অক্লান্ত পরিশ্রম আছে এই সিনে কর্মীদের।তাই এই কিছু দুঃস্থ শিল্পী ও কলা- কুশলীদের জন্য সিনেটেল প্রতিবছর এই চোখ পরীক্ষার আয়োজন করে। প্রতি বছরের মত এ বছরও উপস্থিত ছিলেন সিনেটেলের চেয়ারম্যান শ্রী সৌমিত্র চ্যাটার্জী।শিল্পী শংকর চক্রবর্ওী, কুশল চ্যাটার্জী, লাবনি সরকার, কৌশিক ব্যানার্জী, দিগন্ত বাগচী, শর্মিলা, জয়ন্ত উত্সাহ দিতে উপস্থিত ছিলেন। ছিলেন পরিচালক বিষ্ণু পালচৌধুরী, বিমল দে ও অন্যান্য পরিচালক-বৃন্দ।এছাড়াও সেক্রেটারি প্রনব চৌধুরী, অজিতদা, সৌমেনদা,অনিমেষদা, মিহিরদা, রাজা প্রমুখের সক্রিয়তায় খুব ভাল ভাবে অনুষ্ঠানটি হল। আমরা আরও দুঃস্থ শিল্পী ও কলা- কুশলীদের মুখে হাসি ফোটাতে চাই।কিন্তু সাধ থাকলেও সাধ্য কম। তাই বাংলার প্রিয় দর্শকমহলও যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আরও ম্লান মুখে হাসি ফোটানো সম্ভব ৷

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …