Breaking News

JOURNALS

২০০৫-এ দূরসংকেত ও ২০০৬-এ Infolit-তথ্যসাহিত্য পত্রিকার সূচনা আন্তর্জাতিকস্তরে আমাদের প্রভূত খ্যাতি এনে দেয় । আনন্দবাজার পত্রিকা সহ স্থানীয় বড় ছোট বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি জার্মানির ডয়চে ভেলে , ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা ও মস্কো বেজিং ফিলিপাইনের আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলিতে নিয়মিত আলোচিত হয়েছে পত্রিকাদুটির বিভিন্ন বিষয় । বিভিন্ন ফিচারে প্রকাশিত হয়েছে বিস্তারিত প্রতিবেদন ।
এখন বিজ্ঞানসাধনার হ্যাম রেডিও , ডি-এক্স চর্চা ও তথ্যপ্রযুক্তি চর্চার বিস্তারিত সম্ভার নিয়ে নবরূপে প্রকাশিত হচ্ছে দূরসংকেত । অন্যদিকে ভাষাচর্চায় লিখনরীতিতে সর্বোপরি সাহিত্যজগতে চিন্তাচেতনার নতুন নতুন পন্থা উদ্ভাবন করে প্রকাশিত Infolit-তথ্যসাহিত্য এখন নবসাজে সজ্জিত হয়ে প্রকাশিত হচ্ছে i-সাহিত্য নামে ।