Breaking News
Home / blog / অনলাইন পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’ ৫০ তম সংখ্যা

অনলাইন পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’ ৫০ তম সংখ্যা

দৈনিক বজ্রকন্ঠ ৫০

 

নিজস্ব প্রতিবেদন, ১৬-০৩-২০১৮, কলকাতা ॥ ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত হল দৈনিক কবিতার অনলাইন পত্রিকা ‘দৈনিক বজ্রকন্ঠ’ ৫০ তম সংখ্যা। পত্রিকাটিক সম্পাদক হলেন রাজেশ চন্দ্র দেবনাথ।কবিতা পত্রিকা অনলাইন পত্রিকা 'দৈনিক বজ্রকন্ঠ' ৫০ তম সংখ্যা‘দৈনিক বজ্রকন্ঠ’ প্রথম প্রকাশিত হয় ২৬ জানুয়ারি ২০১৮ তে। এরপরে প্রতিদিন নিয়মিত বের হয়ে আসছে এই কবিতা পত্রিকাটি। ৫০ তম সংখ্যায় যাদের লেখা রয়েছেন তারা হলেন মেঘমালা দে মহন্ত,সানি সরকার,রাজীব ভট্টাচার্য, সেলিম মুস্তাফা,ইমেল নাঈম। উল্লেখ্য ২০০৮ সালে ‘বজ্রকন্ঠ’ প্রথম প্রিন্ট পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।এরপর পত্রিকাটি নিয়মিত ১০ টি সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকাটির প্রিন্ট সংখ্যা এখনো নিয়মিত প্রকাশিত হচ্ছে।সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথ জানান -‘ বজ্রকন্ঠ একটি সাহিত্য পত্রিকা। কবিতা,গল্প,প্রবন্ধ নিয়ে পত্রিকাটি নিয়মিত বের হচ্ছে। কিন্তু কবিতা প্রতি অগাধ টানে প্রিন্ট পত্রিকা ‘বজ্রকন্ঠ’ সাথে ‘দৈনিক বজ্রকন্ঠ’ কবিতা পত্রিকা হিসেবে অনলাইনে এখন নিয়মিত প্রতিদিন প্রকাশিত হচ্ছে’। দৈনিক বজ্রকন্ঠ প্রকাশের পর সকল অংশের লেখকদের মধ্যে এক বিপুল উন্মাদনা দেখা যায়। প্রতিদিন দৈনিক বজ্রকন্ঠ পড়তে ক্লিক করুণ – https://dainikbajrokantho.blogspot.in/?m=1

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …