Breaking News
Home / সমস্ত কবিতা / ফেসবুক-এর দেওয়াল থেকে

ফেসবুক-এর দেওয়াল থেকে

দখলদারি রুখচ্ছি

তারক দোলই দিব্যি কণ্ঠনালা দিয়ে উচ্চারিত হচ্ছে রাগিনী হচ্ছে, হচ্ছেনা ,করছি, করছিনা, তবু, শুধু, তেমন, কিন্তু, উপরন্তু, যদিও ইত্যাদি শব্দগুলো বেশ মজার আমার মধ্যে ঘটে যাওয়া এবং নাাঘটা কর্মের ফলাফল বেশ দিধামুক্ত রাখে রাগিনী ঠক্কর খেয়ে যেখানে সেখানে……আর কণ্ঠনালা দিয়ে অবস্থান নিচ্ছে পূনরায় বদহজমের যায়গায় দখলদারি রুখচ্ছি বেশ সৈনিকী দক্ষতাই …

Read More »

ডানায় ঝুলে

তারক দোলই হড়কে চলেছি ……..অসপষ্ট…… পষ্টতর…. ছোটোবেলার কাদামাখা তুফানিদিন । বালিশে মাথা, আর আখাম্বা হাত-পা,কোমর ডুবে যাচ্ছে বাবার মত বটের ছায়ায় । ভেঙে যাচ্ছে তৎক্ষনাত……বকের ডানায় ঝুলে থাকা….অহত নীলাম্বর । প্রযুক্তির সম্ভাব তফাৎ, বাল্যকাশে দাপায় …………অক্ষর বিন্যাস …….. ঢেকে নিচ্ছি গাইড লাইন, সমস্ত হাত সেঁকেও রয়ে যাচ্ছে………..উত তাপ

Read More »

থুতনিতে ঢলে পড়ছে

তারক দোলই অপহরণ কারী হেঁসেলে মাছ ভাজে ভাজে………আর…………ভাজে… অপহরণ কারী আখ্যা নিয়ে যাচ্ছে অন্ধকারের মাস থুতনিতে ঢলে পড়ছে ঘাতক থায়রয়েড শৈশবের আগুন ওভেন থেকে গড়িয়ে যাচ্ছে ……… আই সোসাইটির কলঙ্গায় রাখছি বার্ধ্যক্কের দরকারি সরঞ্জাম

Read More »

চোখের বইরে

তারক দোলই সাহস রাখি পা-হড়কে আছাড় খাওয়ার কিন্তু মুশকিল,কোন শ্যওলা জমা ঘাট পাচ্ছি না তেমন অন্ধর কই যে “লালুর” মত দু-সাহস দেখাই একবার বইয়ের ঝাঁপি থেকে সাপ বেরিয়ে, চমকে উঠল গট্টা ক্লাস রুম । সাহস রাখি শিম্বাবু চেপে দির্ঘক্ষণ টয়লেটের অপেক্ষায় ………… ব্যকরণ,এ আমার ব্যকরণ যেখানে শব্দ…….যারা চোখের বইরে হড়কা …

Read More »

খেনজন্মা চিন্তা

তারক দোলই তিনাআকার চোখ ,এঁকে যাচ্ছে…………চলন্তকারিকুরি, রোগের দোহায় না দিয়ে সাধারন বিছানায় ঘুমায় ফাটল আঁকটে ধরে সুরক্ষার শৈলী পুনুরুস্থান ঢংএর রংএ জব জব খেনজন্মা চিন্তা ঌ কারের মত আর্ধেক মরা ক্ষ- ঙ্ক- জ্ঞ- ঙ্গ- ঞ্চ- হ্ম- ঞ্ছ- ষ্ণ- ঞ্জ- ণ্ড বিছানা ঘিরে অদভূত সব, অদভূতের ‘অদ’ পরিস্কার করতেই ……………………………বাকিটা প্যকটিক্যল …

Read More »

লিখে রেখেছি

তারক দোলই-এর কবিতা | ফেসবুক-এর দেওয়াল থেকে নেওয়া পাশাপাশি অথচ কেউ কারুর দিকে তাকাচ্ছি না তাকাচ্ছি ০.৫% যে বার মাধ্যমিকে পাশের হার শতকরা ৮০.২৩% তখনি তোমার মুখ দেখি প্রথম তারপর…………………………… এজলাসে, মুহুরি খানায় হরদম লিখে রেখেছি নাম গারদের রডের মত দীর্ঘকায় গোজিয়ে উঠল তোমার সভ্রম

Read More »

অগোছালো ঘরদোর

বিভাবসু-র কবিতা | ফেসবুকের দেওয়াল থেকে নেওয়া তুমি ফিরে গেলেও তোমার ছায়ারা গিসগিস করে আমার ঘরে তখনো বৃষ্টির মুহূর্তগুলোর শেষ হয়নি, তন্দ্রাচ্ছন্ন রোয়ে গ্যাছে আগুনের রেশ শুধু মৃত্যুর কিম্ভুতকিমাকার নৈঃশব্দ বিড়বিড় কোরে পাঠ কোরছে অজাচিত অ্যাকাকিত্ব আর লোডশেডিংজাত মৃদুতর জোৎস্নায় চোখ ডুবিয়ে বোসে আছি আমি তোমার ফিরে যাওয়ার ছায়াদের দিকে …

Read More »

দূরত্ত

তারক দোলই-এর কবিতা | ফেসবুক-এর দেওয়াল থেকে নেওয়া আ রে রে এ—– ভুল পড়বেন না, ঠিকও না । মিস্টি খাই না, ঝালো না । তফাৎ করবে না আপনার সঙ্গে আমার, দূরত্ত বাড়াবেন না । জলে মুখ ডুবিয়ে দেখি আকাশের রং………………… পাঁচিল ডিঙ্গিয়ে কাউকে লাফাতে বলেছি কী ? শুধু ঠক্কাছি আমার …

Read More »