Breaking News
Home / CONTRIBUTORS / Hasan Sabbir :: হাসান সাব্বির

Hasan Sabbir :: হাসান সাব্বির

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৫৬. কাঁদে কবি’র কলম যখন-তখন কথায়-কথায়।বৃষ্টির মতো কখনও আবার মুষলধারায়! ৫৭. স্রোতের তীব্র ঘূর্ণি বিস্মৃতির অঞ্চলে_ পলি জমে ভরাট চ্যানেলে’র মুখ! ৫৮. অর্থহীন প্রতিটি মুহূর্ত বিরতিকাল!

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৫১. …এবার তবে উঠে দাঁড়ানো যাক_ উঠে দাঁড়ানোর জন্যইতো বসে থাকা! ৫২. কিছু সুর শোনাতে নেই_ কোন কোন সুর কারও কারও কাছে ভীষণ অসহ্য! ৫৩. দখল হয়ে ‍আছে ফসলের মাঠ_ কাক আর কোকিলের কন্ঠে তবুও পুঁথিপাঠ! ৫৪. ভাবে আর অভাবে যাপিত জীবন_ পথে পথে পাগলের_ ভবঘুরে ভ্রমণ! ৫৫. মুহূর্তের ভুল_ …

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪৭. তার কথা ভেবে লিখিনি একটিও পঙক্তি অথচ সে আমার ‘কবিতা’ ছিল। ৪৮. ‘কবিতা’ লিখি পাগলের প্রলাপ_ লিখি আকাশ-পাতাল_ মাতাল! ৪৯. যা বলতে চেয়েছি যা বলিনি কখনও না-বলা কথার ভেতরই লুকিয়ে কবিতা আমার! contd……

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪৫. সুযোগ পেলেই ফোঁস ফোঁস করে ওঠা উঁচিয়ে ফণা! কখনও কখনও মানুষের সাপ স্বভাব! ৪৬. পাতালে নেমে খুঁজে পাইনি কোন গভীর সত্য পাপবোধে আচ্ছন্ন এই মন! ( চলছে )

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪৩. অন্তরীক্ষ ছুঁয়ে নিভে গেল একটি নক্ষত্র_ ছাই-ভস্ম হলো_ হৃদয়ে উড়তে লাগল শুধু ছাই আর ছাই! লগ্নভ্রস্টা এক নারীর নিয়তি লেখা ছিল মৃত্যু! মুহূর্ত-পূর্বেও তার চোখে ছিল আগামীর স্বপ্নে বিভোর… ৪৪. স্বপ্নেরও যেন রক্ত-মাংসের শরীর বুকে ফুলে গন্ধ! ( চলছে )

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪১. খেয়াল নেই কোথায় হারিয়েছিলাম শান্তিনগরের রাস্তা আর উড়ে এসে ক্লান্ত, বসেছিলাম শীলা’র আশায় পার্কের বেঞ্চিতে। জেনে-শুনে কিছু ভুল করি_ পান করি কিছু বিষ! যদি’র কথা ফেলে রাখি নদীতে! এমন এক মন্ত্রণার পাল্লায় পড়লাম, গোল্লায় যাচ্ছি দিনদিন! নিশ্চিত, প্রতিদিনই হচ্ছি ঋণ! কবুল করার আগে যদি বুঝতাম সমুদ্রে সাঁতার_ দম থাকতে …

Read More »

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪০. অস্পষ্ট এক সরলরেখা পথে তবুও হেঁটে যাচ্ছে ঘোড়া ও গাঁধারা_ অন্ধ এক পৃথিবীর বাস্তবতায় ঢুকে পড়ে খুঁজে বেড়াচ্ছে নীরাকার! যতোক্ষণ না খুঁজে পাচ্ছে সুড়ঙ্গে ঢোকার গোপন পথ… পড়ন্ত বিকেলের অস্তরাগে রঙিন আকাশ যদিও সভ্যতার বুকের উপর লিখে রাখে মানবিক ইশতেহার! ( চলছে )

Read More »