Breaking News

আবিষ্কার

মুড়ে যাচ্ছে ভোরের শালপাতায়
কুয়াশা ভেজা কাকুর মাটী ।
জামার কলারে ঠোঁটের গন্ধ,
অনুপম উপহারের তকমা দুহাত ধরে
রাস্তা, হয়ে যাচ্ছে ঘর ।
সামিল না হয়ে বর্ণাঢ্য যাত্রায়
উন্মোচন করছি নবনির্মিত আমি ।
আর
খুদার মধ্যে ঢুকে যাচ্ছে
মধ্যাহ্ন ভোজ ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *