Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / হারিয়ে যাচ্ছে চোখের সীমায়

হারিয়ে যাচ্ছে চোখের সীমায়

গান । গান গাওয়া দলবদ্ধ জীবন ।
গান গাওয়ার অছিলায় সমবেত অসুখ ।
জীবনের বাঁক । নির্জনতার কাফে ।
সমস্ত ঘৃণা উচ্চারণ করছে অভিন্নতার মন্ত্র ।
সুখী চিল । ঘৃণার দৃশ্য থেকে খুঁটে নেয় ঘৃণার কারণ
হারিয়ে যাচ্ছে চোখের সীমায় ।
নির্জন কপট Shopping mall । মাথা তুলে স্পর্শ দেয় আকাশের নীল ।
নীল আর নীল ।
রুমমেট গল্প বলার অছিলায় আরও নির্জনতায়
কর্ম দিন শুর হয়েই শেষ ।
আমার অকাল দুঃখ বোধ । তালপাতার রং
আমার অকাল সুখ । গ্রীষ্ম দুপুর

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *