Breaking News

Rotate

একটি বোধগম্য দৃশ্য
কখনো, কখনো বোধের অতীত ।
আমার সমান যারা উঁচু, অথবা
আমার থেকেও উঁচু
তাহাদের,
একটি ছাতার মতন ছায়া প্রদান করে ।
আমি ও ছাতা এবং ছায়া, ও ছায়া সৃষ্টিকারী রৌদ্র
তফাত কিন্তু লক্ষণীয় ।
যেহেতু ছাতা সেই হেতু আমি
যেহেতু আমি ও ছাতা, সেই হেতু রৌদ্র
সুতরাং ছায়া আবশ্যক ।
একটি বোধগম্য দৃশ্য গ্রীষ্ম অতিক্রম কোরে বর্ষায় ।
………………………..
আমি দৃশ্য সৃষ্টিকারী । আমি দৃশ্য বিলাসী

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …