Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / একটি বড় কবিতার অংশ মাত্র

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা
তারও বয়স হয়েছে এখন যথেষ্ট
তবু তার কাছে আমি ঋণী, কারণ
সে বন্ধু স্থানীয় ।
তারও আগে বোধের অতীত যে বয়স পেয়েছিলাম
সেও লিভিং রুম থেকে ঘষটে কখনো বা মেরুদণ্ড সোজা রেখে
কিচেন পর্যন্ত আসা যাওয়া করছে
বাৎসল্য সনাতন ।
এখন আমি মহা ভিড়ের একজন
পায়ে সু । সু য়ে ভিতরে মোজা…চোখ,
সমস্ত বিশ্বসংসার ক্ষয় করছে ।
ধুলোর আস্তরণ আর পুরানো বইয়ে পাতায় শঙ্খ ও পদ্মের চিহ্ন
তথাপি মন্থন প্রক্রিয়া বন্ধ হয়নি কখনো
মনের উত্তাল তরঙ্গে নীরবে পান করছি অমৃতের সন্ধান ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …