Breaking News
Home / CONTRIBUTORS / Hasan Sabbir :: হাসান সাব্বির / ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৫১.
…এবার তবে উঠে দাঁড়ানো যাক_
উঠে দাঁড়ানোর জন্যইতো বসে থাকা!

৫২.
কিছু সুর শোনাতে নেই_
কোন কোন সুর কারও কারও কাছে ভীষণ অসহ্য!

৫৩.
দখল হয়ে ‍আছে ফসলের মাঠ_
কাক আর কোকিলের কন্ঠে তবুও পুঁথিপাঠ!

৫৪.
ভাবে আর অভাবে যাপিত জীবন_
পথে পথে পাগলের_ ভবঘুরে ভ্রমণ!

৫৫.
মুহূর্তের ভুল_
একটি রেখা দাঁড়িয়ে আছে_ অপেক্ষা!

রোদঘরে নিলাম হচ্ছে স্বর্গের সুখ!

cholchhe…..

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

One comment

  1. খুব ভাল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *