Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / পালা কবিতা; রাস্তা চাইছি না ৩

পালা কবিতা; রাস্তা চাইছি না ৩

জলসার প্রচার পত্র । উৎসব ।
মাইকের শব্দকল্পে ঘরমুখো রাস্তা ।
ঘরের মধ্যে শব্দকল্প ।
কনার দ্বিমুখী আচরন । তৎসঙ্গলঘ্ন বহুমূখি সম্ভবনা গুলো
মাথার কাছাকাছি । ঠিক যে ভাবে হারিয়ে যাচ্ছে,দাবিহীন স্নেহ । প্রশংসা ।
রাস্তায় ফেলেছি । টিনের টক-টকি ।
ঝড়ের রাস্তায় ফেলেছি । কাঙ্খিত সমভ্রম ।
রাস্তা পেরিয়ে সূর্য ডুবছে । না পেরিয়ে-এ ও ডুব ।
সূর্যদয় । নিসঙ্গ । একাকি । সু-বৃহৎ রাস্তা ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *