Breaking News
Home / CONTRIBUTORS / Hasan Sabbir :: হাসান সাব্বির / হাসান সাব্বির

হাসান সাব্বির

২৭
চোখের সামনেই প্রজাপতিটা উড়তে শিখল_ উড়ে চলে গেল…

সকাল-বিকেল যেখানেই যাই সেখানেই শূন্যতার নাটক-
…হাসির রেখায় অসুখের রহস্য!

২৮.
সংকীর্ণতার উর্দ্ধে উঠতে না পারলে…

অপেক্ষা করো এবং দ্যাখ কিভাবে অতিক্রম করে
আস পৃথিবীর কক্ষপথ!

২৯.
কে করা বিরুদ্ধে নালিশ করে কাজীর দরবারে_
আর কে কার হাতে ঘি খায়…

সব জেনেও কখনও কখনও থাকতে হয় নিশ্চুপ।

৩০.
সময় বলে কথা আছে না
অনুকূলে যখন বাতাস প্রবাহিত হয়…

৩১.
চ্যালেঞ্জ করো!? করো।

…হেঁটে চলে যাব ঠিক
যেখানে স্বপ্ন আমার_ কল্পনা।

৩১
রোডম্যাপ জানা ‍আছে
সে জানে_
কখন কোন্ পথ দিয়ে হাঁটতে হবে?

৩২.
…দারুণ অভিনয়!

সে জানে_
কখন কিভাবে গেমটা খেলতে হয়।

মানুষের মধ্যে কেউ কেউ কুকুর প্রজাতিরও হয়!

৩৩.
কোন এক ঈশ্বর লিখছেন চিত্রনাট্য
তিনিই পরিচালক_ প্রযোজক…

মিলাদ শেষে জিলাপি’র ব্যবস্থা আছে!

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …