Breaking News
Home / CONTRIBUTORS / P :: প / Preetam Bhattacharya :: প্রীতম ভট্টাচার্য / শুনছো একটি কবিতা তোমাকে

শুনছো একটি কবিতা তোমাকে

প্রীতম ভট্টাচার্য

১)

তুমি একটি স্বপ্নই হয়তো বা
তোমাকে নতুন করে দেখতে গিয়ে
পিছিয়ে আসতে হয় রোজ ,
বিজলি ডাকা মেঘের স্তবক
সাথে বজ্রের মহিমন্ডল সুর
সব ইন্দিয় নিভিয়ে
অন্ধকারে একা থাকার অধিকার
তোমার ঝিকিমিকি সন্ধ্যা তারাতে ।
(আগামী কাল ২য় অংশ )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …