Breaking News
Home / COMMENTS / Deutsche Welle / Bonn / Germany /25-07-2005

Deutsche Welle / Bonn / Germany /25-07-2005

~: জার্মান আন্তর্জাতিক বেতার ডয়চেভেলের প্রতিবেদন :~

অনুষ্ঠান : এন্টেনা
ডয়চে ভেলে / বন / জার্মানি
৭ আগস্ট ২০০৭

আপনারা ডি-এক্স অনুষ্ঠান ‘এন্টেনা’ শুনছেন ৷ প্রচারিত হচ্ছে ডয়চেভেলে জার্মান রেডিও বন থেকে ৷ সবশেষে জানাই একটি ডি-এক্স ম্যাগাজিনের কথা ৷ পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার সিংহপুর খড়ার থেকে নতুন একটি ডি এক্স ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে ৷ নাম দূরসংকেত ৷ এই পত্রিকার সম্পাদকের সাক্ষাৎকার আগের পর্বেই ( জুন মাসের এন্টেনা ) আমরা শুনিয়েছিলাম ৷ এবারের পর্বে আপনাদের জানাবো দূরসংকেত পত্রিকার প্রথম সংখ্যায় কী কী রয়েছে ৷ ২রা জুন প্রকাশিত এই পত্রিকায় আটটি বিভাগ রয়েছে ৷ প্রথম বিভাগের নাম ‘সম্প্রচার সংকেত’ ৷ এই পর্বে Voice Of Russia-র বাংলা বিভাগ, Radio Canada International-এর ইংরেজি বিভাগ, Deutsche Welle-র বাংলা বিভাগ, Radio Netherlands-এর ইংরেজি বিভাগ, Radio Veritas Asia-র বাংলা বিভাগ সম্পর্কে লেখা রয়েছে ৷ দ্বিতীয় বিভাগের নাম ডি এক্স সংবাদ ৷ এখানে নানা আন্তর্জাতিক বেতারের নতুন পরিকল্পনার খবর রয়েছে ৷ ‘বিষয় বিন্যাস’ বিভাগে রয়েছে Radio Tashkent International-এর নতুন অনুষ্ঠানসূচি সংক্রান্ত বিষয় বিন্যাস ৷ Radio Japan-এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংশ্লিস্ট বেতারকেন্দ্রটিকে শুভেচ্ছা পাঠানো হয়েছে ‘শুভেচ্ছা সংকেত’ বিভাগে ৷ ‘ডি এক্স সংবাদ’ বিভাগে রয়েছে ডি এক্স জগতের নানা টুকরো খবর ৷ ‘আমাদের মতামত’বিভাগে নানা বেতার কেন্দ্রের নানা অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের মতামত রয়েছে ৷ রেডিওর নানা প্রযুক্তিগত দিক নিয়ে ‘এমেচার রেডিও, দ্য ওয়ার্ল্ড’বিভাগে সুন্দর একটি লেখা লিখেছেন বিশিষ্ট হ্যাম রেডিও অপারেটর VU2TKC তাপসকুমার চক্রবর্তী ৷ ‘শ্রোতাসংঘ বার্তা’ এবং ‘কী কথা তাহার সনে, তার সাথে’ বিভাগ দুটি পড়ে খানিকটা ব্যক্তিগত আলাপচারিতা মনে হলেও বেশ কিছু তথ্য লুকিয়ে আছে এই দুটি বিভাগেও ৷ পত্রিকার একটি সুন্দর স্লোগান রয়েছে বাংলার শিল্প সংস্কৃতি আপনার নিজস্ব নিজের সংস্কৃতির অস্তিত্ব রক্ষা এবং প্রচার প্রসার ও সমৃদ্ধির দায়ভার একমাত্র আপনারই ৷ ডি এক্স ইন্টারন্যাশনাল-এর নতুন মুখপত্র ‘দূরসংকেত’-এর পথ চলার শুরুতেই ডয়চে ভেলে জার্মান রেডিও বন-এরও অনেক শুভেচ্ছা রইলো ৷ আমরা আশা রাখবো অন্য ডি এক্স পত্রিকাগুলোর মতো এই পত্রিকাটির প্রকাশ যেন থেমে না যায় ৷ এরই সাথে শেষ করছি জুলাই মাসের ‘এন্টেনা’ ৷

Check Also

স্বপন রায় :: তথ্য – কবিতা হয়ে উঠুক

তথ্য – কবিতা হয়ে উঠুক , সৌমিত্র চাইছে । ওর ভাবনাটি অসমান্তরাল । হলে কেমন …

Deutsche Welle / Bonn / Germany 7.8.2007

~: জার্মান আন্তর্জাতিক বেতারে তথ্যসাহিত্য-Infolit (দ্বিতীয় সংখ্যা) প্রকাশের খবর :~ অনুষ্ঠান : সংস্কৃতি ডয়চে ভেলে …