Breaking News
Home / CONTRIBUTORS / শব্দকবিতা-২

শব্দকবিতা-২

শব্দ সূত্র : পথ ছাড়ো । জল খাও । হাত ধরো । কথা শুনো । বাড়ি যাও ।
সিংহপুর ৪-১-০৩ রাত্রি ৮ টা ১২ :: চিরকাল নবীনদের ন্যানো মনের মসৃণ পথে বিচরণ করে প্রবীনদের দীর্ঘশ্বাস, কেউ ঘুমায় কেউ জেগে থাকে, ছাড়ো সেসব কথা সময়ের প্রতি বিন্দু নিদ্রা এবং জাগরণের সমান্তরাল, সাদা পাতার ওপর কবির প্রশ্বাস আছড়ে পড়ে, এদিক সেদিক ছড়িয়ে পড়ে তরল ইচ্ছা, ভোরের পুকুর ডোবার জল যখন শূন্যতার সাথে, আমি নিয়মিত শূন্যতা খাই, শূন্যতা পান করি, তোমাদের হাত ধরে চিরকানা মসৃণতাকে অস্বীকার করে বুঝে নিই মহাকালের কথাবার্তা, এবং শোনো, পৃথিবীর একটি আস্তরণ ক্রমশ পুরানো হতে হতে বাড়ি ফেরে, একদিন একটা জলাশয়ের দিকে, তোমরা মিথ্যে মিথ্যে ভান করো না জেগে থাকার পারলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো না হয় ফিরে যাও, এই একমাত্র আমারই কুপরামর্শ ।

~: সৌমিত্র রায়-এর শব্দকবিতা :~

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …