Breaking News

তোমার জন্য

গলা-জলে ডুব মেরেছে পানকৈড়ি
পায়ের নীচে গুটিকয়েক বাবলা কাঁটা
বাঁশ-পাতা শুকিয়ে হলুদ কঠিন রোদে
তোমার মুখ ঢেকে দিল কলমি পাতা ।

এ ক্যামন দুপুর এলো চৈত্র মাসে
এ ক্যামন ফেরি-ওলা সময় মাপে
নরম স্বরে কথা বলে গরম বাতাস
তোমার পেটে পড়ল ভেঙে নীল আকাশ ।

এ ক্যামন বিকেল এলো আমার ঘরে
এ ক্যামন কষ্ট দিলে মনের ভুলে
তোমার জন্য পকটে মোট অ্যাকশ টাকা
ঘুমের মধ্যে অ্যাখনো কুড়োই শালপাতা ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *