Breaking News

i কবিতা

কাকের ডাক
নির্জন মাঠ
বিকেল অগোছালো
শীত
নরম উত্তাপ
এই ভাবে সেজে উঠবে না পাড়া-গাঁ, আর
এই অফুরন্ত দিন যাপনের ইতিহাস ।
কলিং বেল থেকে নোটবুক
সমস্ত সময়টা উদ্বাস্তুর জীবন ।
সাওয়ারের জলে পুকুরের স্বাদ
অতিরিক্ত চরিত্র ধারণ করে উন্নত এলাকার
মানচিত্রে জাইগা করে নেয় আমার প্রয়োজনীতা ।
তথাপি তুমি আছ
থাকবে
যেখানে, নরম উত্তাপ
ক্রমশ ব্যারোমিটারের পারদ-স্তম্ভেকে ছুঁয়ে ছুঁয়ে যায় ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *