Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / বৃষ্টির জলে বর্ষার গন্ধ

বৃষ্টির জলে বর্ষার গন্ধ

বৃষ্টির জলে বর্ষার গন্ধ
ঝড়ো হাওয়া, ঠায় দাঁড়িয়ে ভিজতে থাকা ।
সর্বাঙ্গে ভিজা জামা-কাপড়ের স্পর্শ ।
পুকুর । জল । মাছের গন্ধ ।
জলের পোকা ।
পোকার গন্ধ
ব্যাঙের ডাক । ঝিঁঝিঁর ডাক । মেঘের ডাক ।
কখনো, কখনো মোবাইলও ডেকে উঠে ।
সুদূরে হারিয়ে যাওয়ার ডাক ।
বৃষ্টির জল হারিয়ে যাচ্ছে পাতার ফাঁকে ।
দেওয়াল । বাসের জানালায় ।
ড্রেন ।
খাল, নদী, নালা ।
তোমার রুমালে । রুমাল মুখে । মুখে জল…হটাত।
হটাত মেঘ । বৃষ্টি । গন্ধ । হারিয়ে যাওয়া ।
হারিয়ে যাওয়ার ডাক ।
বৃষ্টি
বৃষ্টির জলে বর্ষার গন্ধ ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *