Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / পাকাধানের মাঠ

পাকাধানের মাঠ

অলক্ষ্যে ঝুঁকে গেছে ধান শিষ ।
তোমার অণুরোধ উপেক্ষা করে
বসবার পিঁড়ি, শিশিরে ধুলোয় মাখামাখি ।
রেটিনায় কোটি, কোটি শিশির কণা
Kbps থেকে Mbps
তবু উপেক্ষার বহর গুণিতক ।
হায় ।
কে তোমার আঁচলে বেঁধে দিয়েছে গোটাকতক ঝুরো সোনালি ধান
তুলির আঁচড় ।
লাইকপেজে পাকাধান । মাঠ । বিরল প্রজাতির পেঁচা ।
তীক্ষ্ণ চোখ ।
শিকার । শিকারের যাবতীয় আয়োজন ।
তবু
ইন্দুরের নিরাপদ বিচরণ ক্ষেত্রে
গজিয়ে উঠেছে প্রযুক্তির বর্ণমালা ।
মাউস, ছুঁয়ে দিচ্ছে তোমার ঘাতক পাদপদ্ম
দয়ালু সময়
অ্যাখন বড় দয়ালু আমাদের আঙ্গুল । আমাদের হাত ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *