Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / নাচছে যখন মন, তাথৈয়া । নেচে উঠছে দৃশ্য

নাচছে যখন মন, তাথৈয়া । নেচে উঠছে দৃশ্য

নাচছে যখন মন । নেচে উঠছে দৃশ্য
তাথৈয়া, স্পর্শ । শব্দ ।
নাচছে ঘর, ভাল-মন্দ
নিকট, দূর ।
যা দেখছি এবং যা দেখছি না ।
নাচতে, নাচতে ভেসে যাচ্ছে বই, খাতা
জলের বোতল ।
ক্যাম্পেইনের সরঞ্জাম
তোর রেম্পে হাঁটার দক্ষ পা
তোর স্কুল ব্যাগের ভিতর ঢুকে যাচ্ছি
তাথৈয়া ।
তোর মতই নাচছি । হাততালি দিচ্ছে
মেঘ গুড় গুড় । গাছের ডাল । টুপ টুপ ।
নাচছি, নেচেই চলেছি ।
হাঁটু পর্যন্ত জল । সমস্ত শরীরটা নির্বিকার ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …