Breaking News
Home / NEWS / শুরু হল আগরতলা বইমেলা

শুরু হল আগরতলা বইমেলা

আজ থেকে শুরু হল ৩১ তম আগরতলা বইমেলা । মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পাঠকদের জন্যই মেলার উত্তোরন ঘটে চলছে প্রতি বছর । তিনি প্রকাশকদের উদ্দেশ্যে বলেন তারা যেন সবসময় লাভের দিকটা না দেখেন। কারন তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে । মেলায় অন্যান্য দের মধ্যে উপস্তিত ছিলেন বাংলাদেশের ঢাকার তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মহম্মদ সামাদ ,ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অঞ্জন কুমার ঘোষ প্রমুখ । উল্লেখ্য মেলার প্রথম দিন প্রচন্ড ঝড় – বৃষ্টিতে নাজেহাল হতে হয় বই প্রেমিকদের । অধিকাংশ স্টলই এদিন তাদের বই এর ডালি সাজাতে পারেনি । এবার মেলায় মোট ১৪৬ টি স্টল রয়েছে ।এর মধ্যে স্থানীয় স্টল ৭২ টি,কলকাতা থেকে ৫০ টি স্টল, দিল্লী েথকে ৭ টি স্টল, গুহাহাটি থেকে ৮ টি স্টল, বাংলাদেশ থেকে ৫ টি স্টল এসেছে ।

Check Also

মৌলবাদের বিরুদ্ধে নব প্রজন্ম

রাজেশচন্দ্র দেবনাথ ২২.০৩.১৩. :: আজ আকাশে ছিল মেঘের লুকোচুরি । বই মেলায় প্রথম দিকে তেমন …

আগরতলা বইমেলার ৪র্থ দিন

রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *