Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / চোখের পলকের সময় টুকু অবসর

চোখের পলকের সময় টুকু অবসর

অ্যাক অ্যাকে ধরণের স্থাপত্যে নির্মিত
অ্যাক অ্যাকটি বোধ
পৃথিবী আংশিক
জলবায়ুর অধীন । আংশিক আমার চেতনার অন্তর্গত ।
নিরাপদ,
বোধের বৈতরণী জুড়ে
পার হয় আমার শরীর হীনতা ।
শরীর হীনতার
পরিপূরক স্থিতি ।
স্যাটেলাইটের চলাচল
বিঘ্নিত নিরাপত্তা
প্রতিপক্ষ নামক নিরাপত্তা ।
সবার থেকে ভিন্ন
নিজের থেকে তফাত,
আমার খোলসটি কাঁটা-বাঁশ, হেরে যাওয়া গ্যালারির বেঞ্চ ।
গঙ্গায় ধুয়ে দেওয়া পাপা বোধ
চোখের পলকের সময় টুকু অবসর ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *