Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / দিকভ্রান্ততা আমার মধ্যে । রাস্তা ছুঁয়ে আছে বাইকের চাকা

দিকভ্রান্ততা আমার মধ্যে । রাস্তা ছুঁয়ে আছে বাইকের চাকা

বাইক ছুটছে ।
গতি রোধক সময় টুকু অনবরত অপেক্ষায় ।
আমি বাইকের উপর ।
নির্ভুল ।
বাইক ও তার সমগোত্রীয় বা অ-সমগোত্রীয় অনেক । অসংখ্য ।
আমি দিকভ্রান্ত । দিকভ্রান্ততা আমার মধ্যে । দিকভ্রান্ততাই গতি ।
মুখ বাতাসে । বাতাস মুখে । জামায় । আঙ্গুল ছুঁয়ে ।
চুল উড়ছে । গায়ে লেগে থাকা গায়ের গন্ধ ।
আমি বাতাসের থেকে ভিন্ন । রাস্তার থেকেও ।
রাস্তা ছুঁয়ে আছে বাইকের চাকা । আমার সঙ্গে রাস্তার এও অ্যাক সম্পর্ক ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *