Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / দেওয়াল । ঝুলকালি দেবতার পট

দেওয়াল । ঝুলকালি দেবতার পট

দেওয়াল । ঝুলকালি দেবতার পট ।
পটের মধ্যে দেবতা । দেওয়ালের উপর পট ।
দেওয়াল পট মিলে ঝুলকালি ।
পটের আড়ালে দেওয়াল । অজ্ঞাত ।
দেওয়াল + দেওয়াল = ঘর ।
ঘর জানেনা দেওয়াল ভেদ করে
আমরা পরস্পর কণ্ঠস্বর আদান প্রদান করি
কণ্ঠস্বর গুলোর মাঝে দেওয়াল ।
কণ্ঠস্বর দেওয়াল কণ্ঠস্বর ।
শূন্য মাত্রায় এসবের হিসেব সাপেক্ষ হীন ।
শূন্যের বিরুদ্ধে ঘোষিত সংগ্রামে আমি ।
আমি, শূন্য মাত্রায় অবস্থান করছিনা । আর
অ্যাকাধিক ক্রমে নিজেকে সাজিয়ে দিচ্ছি ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *