Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / নাবিকী কবিতা: পাটাতন,রুটি সেঁকা হাত

নাবিকী কবিতা: পাটাতন,রুটি সেঁকা হাত

জাহাজের দক্ষ নাবিকী চোখ
পুরানো শ্যাম্পেনে মম, মম রুটি সেঁকা হাত ।
নোঙ্গর, ভঁভঁ ভঁভঁ শব্দ, জল, জলের-ফেনা ।
জল ছুঁতে পারে-না পাটাতন,
জাহাজি মেজাজ, আকাশ মেঘ-ঝড় পরোয়া করেনা ।
কুল পেরিয়ে আরও তফাৎতে অপেক্ষায় গুছানো বেডরুম
বিকেলের বৈঠকখানা, পার্ক
দুপুরের শিমুল ছায়া, পাশবালিশ ।

জাহাজে বড় অভাব শিশুর কণ্ঠস্বর ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *