Breaking News

কে যেন

নিস্তব্ধতাকে অবজ্ঞা করে গিয়েছি বারবার
অস্পষ্ট করে কেউ যেন বলে………
সূর্যের আলো বেঁকে চলে গেছে
গলির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ।
সাবান,বাসি খবরের গন্ধ ।
বিলাতি কুকুরের ডাক ।
কোন এক পাড়ায় বসবার ঘর
ঝাঁটিয়ে রেখেছে হলুদে রাঙানো হাত ।
বাবার মত উঁচু পাঁচিল টপকে
কে যেন
অস্পষ্টতার দিকে এগিয়ে যায়

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *