Breaking News

আত্ম-কথা

পলেস্তার বিহীন আত্ম-কথা
মুখ ছিরকুটে পড়ে-আছে সর্বত্র
মুখমণ্ডলের যে ভাষা আড়াল করছে মনের দ্বন্দ
সে ভাষার প্রতিবিম্ব
কেঁপে কেঁপে হারিয়ে যাচ্ছে সময়-মানচিত্রে ।
সময়ের পাদুকা পরে
হাঁটার দক্ষতা উন্নয়নশীল
জমা ক্রোধ, ঘৃণা ফুলের মত সুশোভিত করছে বাসস্থান
তিল-তিল মৃত্যু……….এক ছটাক জীবন

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *