Breaking News

শ । ব । দ ।

মেধা-যুক্ত চুমু রেখেছি । ঘনীভূত স্বপ্নালু চোখ ।
কাগজ তৈরির কৌশল । বদলে দিচ্ছে সময় যাপনের রেখা ।
ওই অন্ধরে হাত ডুবিয়ে বুঝি আমি অসংখ্য ।
জাত-পাতের ঊর্ধ্বে মুক্ত স্পর্শে ছুঁয়ে যায় কালবৈশাখী নামক সুখ ।
তোমার টাইম লাইনে রোজ সূর্যকে প্রণাম যানায় ।
স্থায়ী যোগাযোগ-বিচ্ছিন্নের সমস্যা পরিষ্কার । …Refresh…..
ইলেকট্রনের স্রোতে ভাসে কাগুজে নৌকো । ……..সম্পর্ক…….
আর শুনতে পায়-না তোমার ঘর ভাঙার শব্দ ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *