Breaking News

আনন্দময়

তোমার দেখার ভঙ্গিমায় । ক্ষত । ভরে উঠছে আরাম
জোনাকির মিহি বাতাবরণ, অবহেলায় ঝিক-মিক ।
আমার পূর্ব-পুরুষের আবহ-সঙ্গীত দয়া-বশত
আকাশ থেকে সন্তর্পণে জড়িয়ে ধরছে সচল অঙ্গ ।
চেষ্টা করছি…..আনন্দময় হয়ে থাকার
তোমার স্বপ্ন দেখার উপাদান বিচিত্র
একদিকে আত্ম-দগ্ধ মৌন উচ্ছাস
আর একদিকে আত্ম উপলব্ধির প্রশান্তি
তোমার না-জাগার কলাকৌশল আনন্দময়

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …