Breaking News

মরুভূমির মেয়ে

প্রীতম ভট্টাচার্য

মরুভূমির মেয়েটি সেদিন
পর্যটনের ছবি দেখাচ্ছিল
বালি,বালি ধূ-ধূ বালি

প্রাচীন সব মূর্তির ফাঁকে
কতটুকু জীবন, আর
কতটুকু পতাকা

শুকনো ফুল লতা পাতার ফাঁকে
বাজারের ফ্রেমে বিরহ
ছায়া হীন আমার সাদা কালো শহর

মরুভূমির মেয়েটি দেখাচ্ছিল
পিরামিডের ভাঙ্গা পাথর
শুকিয়ে যাওয়া একবিন্দু ঘাম ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

2 comments

  1. Rajesh chandra Debnath

    darun

  2. preetam bhattacharya

    nice selection

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *