Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / বৃষ্টির শব্দ ; গভীর অন্ধকার

বৃষ্টির শব্দ ; গভীর অন্ধকার

গোটা চত্তর ভাঙা । বৃষ্টি । শব্দ । অন্ধকার ।
শীতের তীঘ্ন হাওয়া
কথা বলছে বোধহয় । গত
কয়েক দশক আগের আমি ।
মিডিল ক্লাস বিছানা । আমপাতা
আম আঁঠার গন্ধ । ভেতরে ভেতরে
সংবহন তন্ত্রে বৈশাখের আভিযাত্য ।
হঠাৎ গজিয়ে ওঠা মাল্টিকম্পেলেক্স ।
দাপট-হীন । জুবু-থুবু ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

4 comments

  1. হঠাৎ গজিয়ে ওঠা মাল্টিকম্পেলেক্স…. গ্রামীন উচ্চারণের এই প্রাধান্য… তুমি অত্যন্ত অনায়াস.

  2. গ্রামের চিত্র শুধুমাত্রর, তার বর্ননার মধ্যে সীমায়িত নয় । গ্রামকে ধারন করে রেখেছে তার আঞ্চলিক ভাষা গত উচ্চারন ।

  3. Rajesh chandra Debnath

    valo laglo

  4. ধন্যবাদ Rajesh দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *