Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / আমাদের ‘আমি’

আমাদের ‘আমি’

কমা ,পূন্যছেদ । অসথিত্তের মাত্রা ।
ব্যবছেদ । নিশ্চিত করছে সমগ্র তার মধ্যে একক সৌন্দর্য ।
হটাৎ । কখনো । কাছাকাছি ।
দূরত্ত, দূরকরছে তোমাকে না । আমাদের বিকৃত উপলদ্ধি ।
বিকৃত ঘর । দোয়ার- অবিকৃত ।
রাস্তা- ঘাট । আলো- টালো ।
এরকম আঘাত । ভরে যাচ্ছি, তোমার বিকৃত সৌন্দর্য ।
আর আমাদের ‘আমি’ খুঁজে পাচ্ছি না ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *