Breaking News

ফেলানী

ফেলানী
কি অপরাধ করেছিলে তুমি?
তোমার মত সীমান্তের কোল ঘেষে
আমারো বাস।
হয়তো কাটাঁ তারের
বেড়ার ধারে ঘাসঁ কাটার তালে
নয়তো ঘুটেঁ কুড়ার দুরন্ত জীবিকায়
অথবা আত্মার বন্ধনের টানে
গিয়েছিলে সেদিন।
কখন যে বুলেটের প্রচন্ডতায়
হারিয়ে গেলে তুমি!
যখন অপেক্ষায় দাড়িয়ে ছিল
হলুদ-মেহেদী রং মাখানো মুহুর্তটি।
তোমার স্পন্দন মিলিয়ে যাবার আগেই
নিজ রক্তেই রাংগালে তুমি!
বিয়ের পিড়িতেঁ না হলেও
বাদুড়ের মত ঝোলালো তোমায়!
কি বিভত্ষতা অপেক্ষা করছিল তখন।
আনন্দ বাজারের
ডিজিটাল ক্যামেরাও লজ্জিত।
এ অপরাধ কি
ফেলানীর
না
ওদের
না
‘৪৭ এর রাজনৈতিক সীমারেখার?

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *