Breaking News
Home / CONTRIBUTORS / Dilip Bain :: দিলিপ বাইন / টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-১৩

টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-১৩

দিলিপ বাইন-এর সিরিজ কবিতা । প্রতিদিন একেকটি শৈশব । ডিসেম্বর ১৫ পর্যন্ত …

টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………

শৈশব-১৩

যখন আমি অ্যাকা হোয়ে পোড়ছি ক্রমশঃ
রাতের শেষ গ্যালোপিংটা গুটি গুটি ফিরছে কারশেড
কাজ ফেলে সময় গিলছে মধ্যরাতের দেয়ালঘড়ি
পোকা খাচ্ছে গলির টিউবলাইট ঠাঁয় দাঁড়িয়ে
শহরতলির রোডম্যাপে মিশে যাচ্ছে নাইটগার্ডের বাঁশির শব্দ

তুইও বুকে হেটে অতিক্রম কোরছিস প্রথম শরতের বিমুগ্ধ তারিখ ও দিনক্ষণ
ব্যালকনির ঢ্যাড়স ফুলটি সন্ধিগ্ধ এগুবার যথার্থ লগ্নের কথা ভেবে

আমার আলজিহ্ববায় বিঁধে আছে না-পাওয়া বিকেলটা…

( চলছে… )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

4 comments

  1. আমার আলজিহ্ববায় বিঁধে আছে না-পাওয়া বিকেলটা bhalo laglo. 15/12/12 te ses hochche dekhlam. abar notun kono sirij chai Dilip babu. iSocietyr kaceo onurodh.

  2. সুচরিতা পালোধী

    দিলীপ বাইনের সিরিজ কবিতা পড়ছি, ভালো লাগছে

  3. সুচরিতা পালোধী

    দিলীপ বাইনের সিরিজ কবিতা পড়ছি, ভালো লাগছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *