Breaking News

অনুপমের কবিতা

অনুপম মুখোপাধ্যায়

লিঙ্গভেদ নেই
প্যান্টির আড়ালে স্যানিটারি ন্যাপকিন শিশ্ন হয়ে উঠছে
আর আমি তাকে খারিজ করে দিচ্ছি

একটা ট্যাক্সি , তারপরও , সুগভীর বাহন হয়ে উঠছে
আমার সামনে চিৎ হয়ে শুচ্ছে অহেতুকের দু-পা ফাঁক করে

অপরূপা
চুঁচি তুলে নিতে চাইছে হেমন্তের স্বাদ
ছাপাখানার ছলে

বিবর … বিবরকুসুম …
উহার কি শীতকালীন লুঙ্গি নাই বৌ ?

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

5 comments

  1. Rajesh chandra Debnath

    Anupam da darun laglo…..osadaron

  2. ধন্যবাদ রাজেশ

  3. উহার কি শীতকালীন লুঙ্গি নাই বৌ ?….. asadharon !

  4. Tobe চুঁচি shabdo tir byabohar amar aswasti hochche. ota ki chunchi na hoye chunche likhte cheyechen?

  5. লিঙ্গভেদ নেই ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *