Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / আমার সুসংবদ্ধ অণু-পরমাণু

আমার সুসংবদ্ধ অণু-পরমাণু

কথা আছে । বার্তা নাই
আলাপ, আলাপন হয়ে যাচ্ছে । আর হাঁটছি ।
আমি ।
রাস্তা সরে যাচ্ছে । রাস্তার উপরিস্থিত যানবাহন ।
হাওয়া সরছে ।
তার সঙ্গে ধুলো । মিহি ।
গাছ । গৃহ-স্থলী ।
আমি ।
আমার,
সুসংবদ্ধ অণু-পরমাণু হাওয়া ভেদ কোরে সরে যাচ্ছে ।
আমার ছায়া ।
আমি ।
আমার ছায়ার ভিতর আমি ।
আমার দৃষ্টি ছায়া ।
দৃষ্টির পরিধি জুড়ে ছায়া ।
ছায়ার বিন্দু । বিন্দুতে ছায়া ।
ছায়া সরছে । নিজেকে । দেখছি ।
ছায়া সরছে…………..
আলাপ, আলাপন হয়ে উঠছে ।
আর হাঁটছি ।
হাওয়া সরছে । তার সঙ্গে ধুলো । মিহি ।
রাস্তা সরে যাচ্ছে ।
রাস্তার উপরিস্থিত যানবাহন । গাছ । গৃহ-স্থলী
আমি । আমার সুসংবদ্ধ অণু-পরমাণু ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …