Breaking News
Home / সমস্ত কবিতা / সন্ধান

সন্ধান

দু:খানান্দ মণ্ডল

কোলাহলের মধ্যে খুঁজে বেড়াই ……

জনস্রোতে চোখ রেখেছি বারংবার
আদিবাসী নৃত্যে মেতে ওঠা উন্মাদের ভিড়ে
নি:স্পলক দৃষ্টিগুলো চোখে ভাসে.

ক্লান্ত শরীর চেয়ার ধরেছে
আমপাতার ফাঁক দিয়ে রাস্তাটা চেনা যায় ;
অনেক স্মৃতি , না বলা কথাকে ভাবায়
পায়ের শব্দ ওঠে – হারিয়ে যায় স্মৃতি !

তোমাকে খুঁজি অবচেতন মনে
অঘ্রানের শিশির ভেজা ধানের মাউশিপালায় …….

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …