Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / তার মনে আমি অ্যাক বোধ

তার মনে আমি অ্যাক বোধ

নির্লজ্জ বেহায়ার মত দাঁড়িয়ে আছি । দাঁড়িয়ে আছি
দিকপ্রান্তর আমার থেকে ছড়িয়ে গেছে দিকপ্রান্তরের দিকে ।
গুছিয়ে ওঠা ফ্যামিলি কার
আমি ছুটছি, সরে যাচ্ছি । আমার দিকপ্রান্তর সরে সরে যাচ্ছে ।
গন্তব্যস্থলের চিহ্ন
অ্যাকাধিক বার চোখে ভাসছে
অ্যাক নিয়ম অ্যাকাধিক নিয়মের জড়তায়
ঝুলে থাকা,
আমার লুপ্ত হওয়ার আকাঙ্খা সত্য । অ্যাতটাই সত্য
তার খসে যাওয়া চশমার ফাঁক দিয়ে
ঝাপসা ।
পিছিয়ে নয়, তার এগিয়ে যাওয়ার সৌন্দর্য
বাহ্ ।
তার মনে আমি অ্যাক বোধ ।
অ্যাক বোধ আমার বোধে মিশে, দিকপ্রান্তর ।
দিকপ্রান্তরে মিশে গেছি ।
মিশে গেছি
আকাশ, আলো, চিৎকার, সহবাসের গন্ধয় ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *