Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / অ্যাক শূন্যতার জাগরণ

অ্যাক শূন্যতার জাগরণ

ধ্বংসকারী হতাশা । হতাশার রূপে ধ্বংস সম্পন্ন করছে
পঞ্চভূতের এখানে ওখানে ।
বদলে যাওয়া আত্ম উপলব্ধির সোপান জুড়ে নির্জনতা
পঞ্চ বোধের যুদ্ধাস্ত্রে ঝলসে ওঠা আলোর বলয়
মাথা থেকে পা পর্যন্ত মুছিয়ে দিচ্ছে পরাজয়ের গ্লানি
অ্যাক নিরাপত্তার তৃপ্তি
অ্যাক শূন্যতার জাগরণ
অ্যাক নিশ্চয়তার স্রোত ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …