Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / পরস্পরে বীপরিত

পরস্পরে বীপরিত

তারক দোলই

যানা এবং না যানার মধ্যে
আমি
কেবল ‘আমি’ কেই বিলুপ্ত করি
না ।
ঠিক যে ভাবে । তোমার
দৈনিন্দ কার্যকলাপ
আমাকে শুধুমাত্রর জঞ্জাল
পতিপন্ন করে ।
তুমি যা দেখছ এবং যা করছ ।
আমি ।
ঠিক তার বীপরিত ।
পরস্পর । পরস্পরে বীপরিত
থেকে ।
পরস্পরকে উপলব্ধি করছিনা ।

আসলে তুমি । আর । আমির ।
বীপরিত সাপেক্ষ হীন
।…….অনন্ত ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *