Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / নক্ষত্র । জগৎ । সমস্ত একক ।

নক্ষত্র । জগৎ । সমস্ত একক ।

তারক দোলই

যথেষ্ট কারণ না থাকার
সত্তেও ।
অবহেলিত অন্ধকার । তোমার
নাগালের মধ্যে নয় এমন ।
বীচরন করি ।
অতৃপ্তির প্রগাড় ঘনত্ত
নিসঙ্গ কুয়াশা ভেদকরে ।
তোমারি গর্ভ জাত । আলোর
বীপরিত ।
পরস্পর মুখো-মুখি ।
দূরে । কাছেনয় এমন । অথচ
পাশাপাসি ।
সংখ্যাধিক জীপসিদের কাছে
প্রশ্ন করছি ।
প্রকৃত পক্ষে আমার স্থায়ী
ভূমি কোথায় ।
অস্থায়ী । স্থায়ী । আবার
স্থায়ী । অস্থায়ী ।
নক্ষত্র । জগৎ । সমস্ত একক ।
তোমার অতৃপ্তির ক্রম
বিস্তার ।
ভাবুক সার্সীর টপকে । ‘আমি’
অস্থীত্তে ঘনীভূত ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *