Breaking News

বরাবর পাস

তারক দোলই

যারা ঠিক পড়তে ভালবাসেন ।
তারা এড়িয়ে যান ।
নজরদাড়ি এড়িয়ে রাস্তা
পারহই । বিছানায় । সুগভীর
ঘুম ছাড়া
কাউকে অপেক্ষা করতে দেখিনী
। বিছানা । আমাকে ছাড়া ।
পার্কের বেঞ্চ । বাস অথবা
ট্রেন কিংবা প্লেনের শীট ।
অংকে বরাবর পাস করেছি ।
ইতিহাস কথারাখেনি । আর
সমস্ত বিষয়
এড়িয়ে গেছে ।
ঠিক চিকিৎসার পরও । তোমার
চোখে জল ।
দায়িত্ত জ্ঞানে অটল থাকি ।
দায়িত্ত জ্ঞান যুক্ত কর্মে
জড়ায় না ।
হাত তালি দিই ভুল
বক্তিতায়…………

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *