Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / রাজপুত্রর ঘোড়া

রাজপুত্রর ঘোড়া

তারক দোলই

তারপর । স্কুলের গেট টপকে
দেখলাম ।
ঠাম্মার পুঁটলি থেকে ক্লাস
রুমের বায়ুমণ্ডল মাতাচ্ছে
রাজপুত্রর ঘোড়া ।
তারপর ।
তারপর । পোষ্টটেড ফটোয় লাইক
দিতে । দিতে ।
অপছন্দ । নিরব ক্ষমার ছলে,
রুপান্তরের সাজঘরে ।
প্রতিবেশিনি কে ডিঙ্গিয়ে ।
তোমার হাসিতে মাতাল ।
নেশাতুর ।
তারপর ।
তারপর । জামার দরে বিক্রি
হচ্ছে সস্তার ট্রাইসেফের
কিমা ।
বোতল বন্দী তেষ্টা । টিকিট
ভরতি গন্তব্য স্থল ।…………….
তারপর ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

2 comments

  1. Rajesh chandra Debnath

    ঠাম্মার পুঁটলি থেকে ক্লাশ
    রুমের বায়ুমণ্ডল মাতাচ্ছে
    রাজপুত্রর ঘোড়া —————–দারুন লাগলো দাদা

  2. ধন্যবাদ দাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *