Breaking News
Home / NEWS / আজকের কথা / আজকের কথা : ডিসেম্বর ২৭

আজকের কথা : ডিসেম্বর ২৭

মৃত্যু:মনীশ ঘটক

মণীশ ঘটক (জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯০২ – মৃত্যু: ২৭ ডিসেম্বর ১৯৭৯) একজন বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক । তাঁর ছদ্মনাম যুবনাশ্ব ।
মণীশ ঘটক বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা ছিলেন । তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনার নতুন ভারেঙ্গা । তাঁর পিতার নাম সুরেশচন্দ্র । সুরেশচন্দ্র ডেপুটি এবং পরে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তাই মণীশ ঘটককে পিতার কর্মসূত্রে পূর্ববঙ্গের নানা জায়গায় কাটাতে হয়েছিল । তাঁর ভাই প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবী তাঁর কন্যা ।
মণীশ ঘটক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক । তিনি আয়কর উপদেষ্টা হিসাবে যথেষ্ট সফলতা পেয়েছিলেন । মণীশ ঘটক ১৯২৪ খ্রিস্টাব্দে গল্পকার হিসাবে সাহিত্য জীবন শুরু করেন । সেই সময়ে কবি হিসাবেও আত্মপ্রকাশ করেন । তিনি ছিলেন কল্লোল যুগের একজন সাহিত্যিক । তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ছিল শিলালিপি । যুবনাশ্ব ছদ্মনামে তিনি গল্প ও গদ্য রচনা করতেন । তাঁর রচিত একটি গল্পগ্রন্থ হল পটলডাঙার পাঁচালী । কনখল তাঁর রচিত একটি উপন্যাস । মান্ধাতার বাবার আমল তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ । তিনি পাবলো নেরুদার কবিতা অনুবাদ করেছিলেন ।
বহরমপুর থেকে বর্তিকা নামে একটি লিটল ম্যাগাজিন তিনি আমৃত্যূ সম্পাদনা করেছেন ।
মণীশ ঘটক রচিত গ্রন্থ:
শিলালিপি
সন্ধ্যা
বিদুষী বাক্
কনখল
পটলডাঙ্গার পাঁচালী
মান্ধাতার বাবার আমল (আত্মজীবনীমূলক গ্রন্থ)
একচক্রা (শেষ কাব্য সঙ্কলন)
তথ্যসূত্র : উইকিপিডিয়া
—————————————————
Edi:SRoy

Check Also

আজ ও আজকের কথা

আজ ১৯ আষাঢ় ১৪২০ |৪ জুলাই ২০১৩ | বৃহস্পতিবার মৃত্যুঃ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ / স্বামী বিবেকানন্দ …

আজ ও আজকের কথা

আজ ১৮ আষাঢ় ১৪২০ |৩ জুলাই ২০১৩ | বুধবার জন্মঃ আজিতকৃষ্ণ বসু মৃত্যুঃ স্বর্ণকুমারী দেবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *