Breaking News
Home / NEWS / আজকের কথা / বিশিষ্ট আভিধানিক হরিচরণ বন্দোপাধ্যায়-এর জন্মদিন

বিশিষ্ট আভিধানিক হরিচরণ বন্দোপাধ্যায়-এর জন্মদিন

আজ ২৩ জুন ।

আজ বিশিষ্ট আভিধানিক হরিচরণ বন্দোপাধ্যায়-এর জন্মদিন ।

বিশিষ্ট আভিধানিক ও অনুবাদক হরিচরণ বন্দোপাধ্যায়-এর জন্ম ১৮৬৭ সালের আজকের দিনে (২৩ জুন ) চব্বিশ পরগনার এক গ্রামে । বাংলা ভাষার অন্যতম বৃহত্ অভিধান বঙ্গীয় শব্দকোষ-এর স্রষ্টা হরিচরণ বন্দোপাধ্যায় পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির কাছারিতে চাকরি করতেন । তার পরবর্তীকালে রবীন্দ্রনাথের ইচ্ছাতেই তিনি শান্তিনিকেতনে অধ্যাপক হিসেবে যোগ দেন । এখানেই শুরু অভিধান সংকলনের কাজ । দীর্ঘ আঠারো বছর ধরে তিনি সংকলনের কাজটি চালিয়ে যান । আরো প্রায় দশ বছর পর শুরু হয় ছাপার কাজ । অবশেষে ১৩৪৪ বঙ্গাব্দে অভিধান প্রকাশ শেষ হয় । অভিধানচর্চার পাশাপাশি অনুবাদ পাঠ্যপুস্তক রচনা করেছেন তিনি । ১৯৫৯ সালে মৃত্যু হয় তাঁর ।

Check Also

আজ ও আজকের কথা

আজ ১৮ আষাঢ় ১৪২০ |৩ জুলাই ২০১৩ | বুধবার জন্মঃ আজিতকৃষ্ণ বসু মৃত্যুঃ স্বর্ণকুমারী দেবী …

৩১ তম আগরতলা বইমেলা । বিস্তারিত খবর রাত ১০ টায়

শুরু হল ৩১ তম আগরতলা বইমেলা । প্রচন্ড বৃষ্টির মধ্যে বইমেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী …