Breaking News

”সময়” ।

তারক দোলই

”সময়” ।. গচ্ছিত । যথেষ্ট
দায়িত্তের সঙ্গেই রাখা ।
লক্ষকর……………….
সাল,তারিখ, এবং পাসমার্কের
সংখ্যা ।
বাবা ও মার কোল বরাবর । যে
খানে
ফেলে রেখেছি বই, খাতা ,
কথাশিক্ষার ব্যকরণ ।
রায়ত অধিকারে । বাবার মাকে
বলেছি ঠাম্মা ।
পিসিকে-পিছি , আর তোমাকে
একটু সকৌতুকে…..
সময় গচ্ছিত । Passport ।
মানিব্যগে রাখা সদ্য
গোঁফফোটা ফটোয় ।
ভোটার কার্ড ও জবকার্ড ।
এমনকি তুমি যেখানে অনবরত
দৈন্যতাকে মর্যদা দাও ।
ফুলতোলার তিব্র ঈচ্ছা লঘু
করার প্রদ্ধতি রপ্ত করছি ।
আর তুমি ছড়িয়ে যাচ্ছ
আর্ন্তজাল……

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

4 comments

  1. Rajesh chandra Debnath

    valo laglo Tarak da

  2. Rajesh da আপনি নিয়মিত যে আমার লেখা পড়েন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন Rajesh da.

  3. Bhalo laglo

  4. Atanu da ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *