Breaking News

দঘদগে খিদা

তারক দোলই

ডাফলির শব্দবন্ধে । অসততার
কাঠামো ভাঙছে ।
কবর । শস্মানের ধুলো ।
শুনতে পাচ্ছি এগিয়ে যাও ।
বড় অনুনয়ের সঙ্গে বলেছিলাম
। আমকে বাউল করে দাও ।
সব্বায় শেখাচ্ছে । সব্বায়
সবাইকে শেখাচ্ছে । আমিও
শিখচ্ছি ।
কী ? শিক্ষানিচ্ছি যানিনা ।
তোমার ঘর থেকে এইমাত্রর
চুরি করলাম ।
আমার হারানো মোরাম রাস্তা

সেই জানালা । আকাশ ।
শঙ্খচিল ।
পেটের মধ্যে দঘদগে খিদা ।
নিয়ন্ত্রিত শ্বাস নিচ্ছি
আর ছাড়ছি ।
আখড়া থেকে ভেসে আসচ্ছে
ডাফলির শব্দ । খনঞ্জনির
শব্দ ।
আর মধ্যবয়স …………..
ডাইনিং টেবিলে তরকারি লাশ ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

2 comments

  1. Rajesh chandra Debnath

    ডাইনিং টেবিলে তরকারি লাশ – দারুন লাগলো কবিতাটি

  2. ধন্যবাদ Rajesh দা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *