Breaking News
Home / CONTRIBUTORS / Rabindranath Thakur :: রবীন্দ্রনাথ ঠাকুর / দেওয়া-নেওয়া -সানাই

দেওয়া-নেওয়া -সানাই

রবীন্দ্রনাথ ঠাকুর

বাদল দিনের প্রথম কদমফুল

আমায় করেছ দান,

আমি তো দিয়েছি ভরা শ্রাবণের

মেঘমল্লারগান।

সজল ছায়ার অন্ধকারে

ঢাকিয়া তারে

এনেছি সুরের শ্যামল খেতের

প্রথম সোনার ধান।

আজ এনে দিলে যাহা

হয়তো দিবে না কাল,

রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।

স্মৃতিবন্যার উছল প্লাবনে

আমার এ গান শ্রাবণে শ্রাবণে

ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী

ভরি তব সম্মান।

শান্তিনিকেতন, ১০। ১। ৪০

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

One comment

  1. ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী

    ভরি তব সম্মান।…………….. ami kabi gurur aro aro kobita porte chai..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *