Breaking News
Home / NEWS / আগরতলা বইমেলার ৩য় দিন

আগরতলা বইমেলার ৩য় দিন

১৯.০৩.২০১৩ :: আজ ছিল আগরতলা বইমেলার ৩য় দিন । মেলার প্রথম থেকে বইপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড় । ৩১ শে পা দেওয়া আগরতলা বই মেলা এখন ভরা যৌবন । ৮১ সাল থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা বইমেলা এখন আকর্ষণীয় হয়ে উঠেছে । নতুন বই-এর প্রতি এই প্রজন্ম-এর আগ্রহ চোখে পড়ার মতো । তেমনি নতুন বই এর গন্ধে মাতোয়ারা সকলেই । লিটল ম্যাগাজিন স্টলে চলছে প্রতিদিন চুটিয়ে আড্ডা । তরুণ লেখকদের সাথে প্রবীণ লেখকদের এক মেল বন্ধন । সবই আগরতলা বইমেলার চেনা ছবি । বইমেলায় কবিতা , গল্প,উপন্যাস ,কমিক্স , সবই বিক্রি হচ্ছে । আজ মেলার ৩য় দিনে বইমেলার মুক্তমঞ্চে আলোচনার বিষয় ছিল শ্রদ্ধায় স্মরণে জন্ম সার্ধ শতবর্ষে কবি অনঙ্গমোহিনী দেবী । আলোচনায় অংশ নেন ড.মুকুল কুমার ঘোষ , বিধতৃ দাম প্রমুখ। সকলেই আলোচনা করতে গিয়ে বলেন বীরচন্দ্রের কন্যা অনঙ্গমোহিনী দেবী ছিলেন বিশিষ্ট কবি । পিতার উৎসাহে কবি কাব্য রচনায় প্রবৃত্ত হয়েছেন । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনঙ্গমোহিনীর কাব্যর প্রসংশা করেছেন । ( উল্লেখ্য আগরতলা বইমেলায় প্রথম দিন বই বিক্রি হয় ৩ লক্ষ ৩৪৫ টাকার )।

Check Also

নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন ।

২৩.০৩.১৩ // রাজেশচন্দ্র দেবনাথ :: গতকাল কবি দিব্যেন্দু নাগ-এর মৃত্যুর পর বইমেলার কবি-শিল্পীদের মন ছিলো …

আগরতলা বইমেলার ৪র্থ দিন

রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *